বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দোয়ারাবাজারে জাল নোটসহ একজন আটক  

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

দোয়ারাবাজারে জাল নোটসহ একজন আটক  

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র মো. আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আতিয়ার রহমান ও এসআই মো. সম্ররাজ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজারের কাদিরের দোকান থেকে ১ হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় ০৪টি করে মুদ্রা ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লাখ আশি) হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, জাল নোটসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ